Shofiqul Sir

শতফুল বাংলাদেশ তথা শতফুল স্কুল এর প্রতিষ্ঠাতা

জনাব মোঃ সফিকুল ইসলাম,
অতিরিক্ত সচিব (অব.), পরিকল্পনা মন্ত্রণালয়,
বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, (সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোহনপুর, রাজশাহী)

শতফুল বাংলাদেশ তথা শতফুল এর সকল অঙ্গ সংগঠনের পরম শ্রদ্ধা ও ভালোবাসার একটি নাম স্যার মোঃ সফিকুল ইসলাম। শতফুল বাংলাদেশ-এর, স্যার এর প্রতি কৃতজ্ঞতার কোন শেষ নেই। কি করেননি এই প্রতিষ্ঠানের জন্য ! প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আজও তার অবদান অবিরত রেখেছেন। শতফুল বাংলাদেশ প্রতিষ্ঠা করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে শতফুলকে এগিয়ে নেওয়ার মূলে এই জীবন্ত কিংবদন্তী। তার দুরদর্শীতায় সৃষ্টি এই শতফুল স্কুল।

স্থানীয় পর্যায়ে শিক্ষার মান বৃদ্ধি করে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি শিশুকে কর্মক্ষম বিশ্ব নাগরিক করে গড়ে তোলার মহান ব্রত নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে শতফুল স্কুল। বিদেশী বিভিন্ন শুভাকাঙ্খীদের শতফুল স্কুল সম্পর্কে অবগত করে তাদের উন্নত চিন্তাধারা, শিক্ষা, সহায়তা প্রভৃতির মাধ্যমে শতফুল স্কুলকে বিশ্বের মধ্যে একটি আদর্শ স্কুল হিসেবে গড়ে তোলার বিষদ স্বপ্নদ্রষ্টা এই কিংবদন্তী।

শতফুল বাংলাদেশ এর প্রতি স্যারের এই অকৃত্তিম মমত্ব, ভালোবাসা, সহায়তার জন্য শতফুল বাংলাদেশ তথা এর সকল অঙ্গ সংগঠন স্যারের প্রতি চির কৃতজ্ঞ, চির ঋণী।

                                               আপনার এ অবদান কখনো ভোলার নয়……