শতফুল বাংলাদেশ তথা এর অঙ্গ সংগঠনের আরেকটি শ্রদ্ধা ও ভালোবাসার নাম নির্বাহী পরিচালক স্যার মো: নাজিম উদ্দীন মোল্লা । শতফুল বাংলাদেশ যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে বীজ হতে অঙ্কুরিত হয়ে আজ বটবৃক্ষের সমান হয়ে শাখা প্রশাখা বিস্তার করেছে। জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ব্যাক্তিগত, পারিবারিক তথা সার্বিকভাবে প্রতিষ্ঠানের উত্তোরত্তর উন্নতির পথ সুগম করে চলেছেন আজও। যার সুদূরপ্রসারী পরিকল্পনা, কঠোর পরিশ্রম, বিচক্ষণ নেতৃত্বে শুরু হওয়ার মাত্র ০৬ বছরে শতফুল স্কুল নিজস্ব জায়গায়, নিজস্ব ভবনে শিক্ষা প্রসারের মহান ব্রত নিয়ে এগিয়ে চলেছে ও চলবে দৃঢ় প্রত্যয়ে।

স্থানীয় পর্যায়ে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সর্বস্তরের জনগণের উন্নত শিক্ষার সুযোগ করে দেওয়ার মাধ্যমে স্থানীয় তথা জাতীয় পর্যায়ে শিক্ষায় বিশেষ অবদান রেখে চলেছে শতফুল স্কুল। যার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন জনাব মো: নাজিম উদ্দীন মোল্লা। শিক্ষকতা যার রক্তে মিশে আছে। আজও শত ব্যস্ততার মাঝেও সময় বের করে তিনি শতফুল স্কুল এর শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন।

শুধু পুথিগত বিদ্যা শিক্ষা নয়, শিক্ষার পাশাপাশি কিভাবে মানবতার শিক্ষা নিয়ে একজন শিক্ষার্থী মানবিক মানুষ হয়ে গড়ে উঠে সমাজের অবক্ষয়  দূর করে বাড়িয়ে দেবে সম্পৃতির হাত সেদিকে বিশেষ লক্ষ্য রেখেছেন জনাব মো: নাজিম উদ্দীন মোল্লা স্যার।

  আপনার এ সুন্দর বাস্তবায়িত স্বপ্নের জন্য শতফুল স্কুল চির ঋণী থাকবে….

শতফুল বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও শতফুল স্কুল এর প্রধান শিক্ষক

জনাব মো: নাজিম উদ্দীন মোল্লা (সাবেক সহকারী অধ্যাপক, মোহনপুর সরকারী কলেজ, রাজশাহী)।​